Last Updated: April 10, 2014 15:31

অর্ধপথ অতিক্রম করল ভারতের প্রথম মঙ্গল অভিযান। চার মাস পার করে লাল গ্রহের দিকে অনেকটা এগিয়ে গেল ইসরোর মঙ্গল যান। আনুমানিক ৭ মাস পরেই মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে এই মহাকাশ যান।
বুধবার বেঙ্গালুরুর একটি শহর থেকে এই কথা ঘোষণা করল ইসরো। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে মহাকাশ যান ও তার পাঁচটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ভাল অবস্থাতেই আছে।
লাল গ্রহের আবহমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতি আছে কিনা তারই সন্ধানে পাড়ি দিয়েছে সোনালী রঙের এই মহাকাশ যানটি। মঙ্গলের কক্ষপথে মিথেনের উপস্থিতি প্রমাণ করা গেলে এই গ্রহে প্রাণ থাকার সম্ভাবনায়
কয়েক গুণ বৃদ্ধি পাবে।
এর আগে ভারত কোনও দিনও কোন গ্রহের উদ্দেশ্যে মহাকাশ পাঠায়নি। সারা বিশ্বজুড়ে বেশিরভাগ মঙ্গল অভিযানই ব্যর্থ হয়েছে। ২০১১ সালে চিনের ও ২০০৩ সালে জাপানের মঙ্গল অভিযানও সাফাল্য লাভ
করেনি।
`মঙ্গলায়ন` নামে ভারতের এই মঙ্গল অভিযান অনান্য দেশ গুলির তুলনায় অনেক কম খরচে সম্পন্ন করা সম্ভব হয়েছিল।
First Published: Thursday, April 10, 2014, 15:31