রাজ্যপালে বদলে মন্ত্রীদের নামেই সরকারি নির্দেশিকা, সতর্ক করলেন মুখ্যসচিব

রাজ্যপালে বদলে মন্ত্রীদের নামেই সরকারি নির্দেশিকা, সতর্ক করলেন মুখ্যসচিব

রাজ্যপালে বদলে মন্ত্রীদের নামেই সরকারি নির্দেশিকা, সতর্ক করলেন মুখ্যসচিবসংবিধানকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যপালের বদলে মন্ত্রীদের নামেই বিভিন্ন সরকারি নির্দেশিকা জারি করছিল রাজ্য সরকার। বিষয়টি নজরে আসায় ওই সব দফতরগুলিকে সতর্ক করলেন মুখ্যসচিব। এবিষয়ে দফতরগুলিকে সংবিধান মেনে চলতে নির্দেশ দিয়েছেন তিনি।

এবারে রাজ্যের বিভিন্ন দফতরের সচিবদের সংবিধান মেনে চলার নির্দেশ দিতে হল মুখ্য সচিবকে। সৌজন্যে গত কয়েকমাস ধরে বিভিন্ন রাজ্য সরকারি দফতরের একের পর এক বিজ্ঞপ্তি। রাজ্যপালের পরিবর্তে যেগুলি জারি করা হয়েছে বিভিন্ন মন্ত্রীদের নামে। বেশিরভাগ ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর আদেশানুসারে বিজ্ঞপ্তি জারির কথা উল্লেখ করা হয়েছে সেখানে।
 
সংবিধানের ১৬৬ নম্বর ধারা মেনে সরকারি বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে রাজ্যপালের নাম থাকা উচিত। কিন্তু সম্প্রতি বহু ক্ষেত্রেই তা করা হয়নি। রাজ্যের সাংবিধানিক প্রধানের পরিবর্তে মন্ত্রীদের নামে বিজ্ঞপ্তি জারির বিষয়টি রাজ্যপালেরও নজরে আসে বলে জানা গিয়েছে। রাজ্যপালের দফতর থেকেই বিষয়টি জানানো হয় রাজ্যের মুখ্য সচিবকে। এরপরই নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব। যা পাঠানো হয়েছে প্রতিটি দফতরে প্রধান সচিবদের কাছে। নির্দেশিকায় মুখ্যসচিব সাংবিধানিক বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়েছেন বিভিন্ন দফতরের শীর্ষে থাকা আধিকারিকদের। এমনকী এনিয়ে সরকারি নিয়মের একটি করে প্রতিলিপিও পাঠানো হয়েছে সব দফতরে।


First Published: Saturday, November 16, 2013, 11:10


comments powered by Disqus