আজ মহানবমী

আজ মহানবমী

Tag:  Nabami
আজ মহানবমীআজ মহানবমী। গতরাতে সন্ধিপুজোর মধ্যে দিয়েই অষ্টমী প্রবেশ করল নবমীতে। আর নবমী মানেই একটু একটু করে মনের কোণে বাজতে শুরু করবে বিদায়ের সুর।
হাতে আর মাত্র একটা দিন। কিন্তু, সেই ভাবনাকে মনের কোণে ঠাঁই দিতে নারাজ রাজ্যবাসী। আর সেই কারণেই উত্সবের শেষপ্রহরে আরও একবার জনসুনামিতে ভাসতে চলেছে মহানগর। অষ্টমীর রাতে মানুষের ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে। আজ সেই ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

First Published: Wednesday, October 5, 2011, 09:12


comments powered by Disqus