Last Updated: October 5, 2011 10:07

রাত পোহালেই তারাদের নিয়ে চলে যাবে নবমীনিশি। তাকে আটকানো যাবে না। আর কয়েক ঘণ্টা পরেই নবমী পৌঁছে যাবে দশমীর বিষাদ-মুহূর্তে।
তারপরেই ফের শুরু কাউন্টডাউন।
কাউন্টডাউন সামনের বছরের পুজোর।
আজ তাই উৎসবের এক মুহূর্তও নষ্ট করতে রাজি নয় আমবাঙালি।
রাজপথ তাই জনারণ্য, মণ্ডপে তাই জনজোয়ার। শহর কলকাতা থেকে মফস্সল-- সর্বত্র সকাল থেকেই মণ্ডপমুখী মানুষ।
মহাষ্টমীর রাতের জনজোয়ারকে হারিয়ে দিতে মরিয়া মহানবমী।
First Published: Wednesday, October 5, 2011, 18:45