Last Updated: May 25, 2014 21:04
মহারাষ্ট্রের জলগাঁওয়ে উল্লাস পাটিল মেডিক্যাল কলেজের হস্টেলে অস্বাভাবিক মৃত্যু হল এক বাঙালি ছাত্রীর। গতকাল রাতে হস্টেলের ঘর থেকে মিলেছে প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা মুখার্জির ঝুলন্ত দেহ। তাঁর বাড়ি পুরুলিয়ার কেতিকায়। পুলিসের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন প্রিয়াঙ্কা।
পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে ফিরবে বাড়ির মেয়ে। সেই আশায় সুদূর মহারাষ্ট্রের জল গাঁওয়ে তাকে পড়তে পাঠিয়ে ছিলেন মা-বাবা। কিন্তু প্রথম বছরেই সেই স্বপ্ন যে এমন করে চুরমার যাবে তা বিশ্বাসই করতে পারছেন না প্রিয়াঙ্কার বাবা-মা। শনিবার রাতে জলগাঁওয়ের উল্লাস পাটিল মেডিক্যাল কলেজের হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় প্রিয়াঙ্কার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার বাবা নয়ন মুখার্জি পুরুলিয়া সদর হাসপাতালের চিকিত্সক। শনিবার দুপুরেও মেয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। কিন্তু তখনও মেয়ের কণ্ঠস্বরে কোনও অস্বাভাবিকত্ব টের পাননি তিনি। খবর পেয়েই জলগাঁওয়ে রওনা হয়েছেন প্রিয়াঙ্কার বাবা। এভাবে মেয়েকে হারিয়ে শোকে পাথর পুরুলিয়ার কেতিকার মুখার্জি পরিবার।
First Published: Sunday, May 25, 2014, 21:04