দীঘায় জলোচ্ছ্বাস নিয়ে এল মহাসেন

দীঘায় জলোচ্ছ্বাস নিয়ে এল মহাসেন

দীঘায় জলোচ্ছ্বাস নিয়ে এল মহাসেনঘূর্ণীঝড় মহাসেনের প্রভাবে দীঘা সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা গেল। জল বেড়েছে দশ থেকে পনের ফুট। ঝড়কে ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

দীঘা উপকূলে সকাল থেকেই মাইকে করে প্রচার চালিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মীরা। পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকতে অনুরোধ করছেন তাঁরা। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবু এরই মধ্যে বেশ কিছু পর্যটক সমুদ্রে স্নান করেছেন। 

এদিকে বাংলাদেশে শক্তি কমেছে মহাসেনের। ঝড়ের তাণ্ডব কেটে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে এখন শুরু হয়েছে বৃষ্টি।

First Published: Thursday, May 16, 2013, 22:11


comments powered by Disqus