Last Updated: April 4, 2012 21:53

রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ফের সরব হলেন মহাশ্বেতা দেবী। সংবাদপত্রে সেন্সরশিপ চালুর প্রশাসনিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন তিনি। নোনাডাঙায় পুলিসের লাঠি চালানোর ঘটনারও নিন্দা করেছেন মহাশ্বেতাদেবী।
আবার মুখ খুললেন একসময়ে পরিবর্তনকামী বুদ্ধিজীবী মহাশ্বেতা দেবী। বুধবার সংবাদপত্রে সেন্সরশিপ চালুর তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট এই সাহিত্যিক।
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার মিছিল করে এপিডিআর। মিছিলের মূল স্লোগান ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। এরপরেই এপিডিআরের এক কনভেনশনে সরব হন মহাশ্বেতা দেবী। নোয়াডাঙায় যেভাবে বস্তিবাসীদের ওপর লাঠি চালিয়েছে পুলিস নিন্দায় সরব হয়েছেন মহাশ্বেতা দেবী। পুলিসের লাঠিতে গুরুতর জখম অন্তসত্ত্বা মহিলাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতেও যান তিনি।
সিঙ্গুর-নন্দীগ্রাম কাণ্ডের পর বাম সরকারের বিরুদ্ধে পথে নেমেছিল এপিডিআর। পরবর্তী ক্ষেত্রেও প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সরব হন অনেকেই। এঁদের মধ্যে অন্যতম মহাশ্বেতা দেবী নিজেই। এর আগেও সরকারের কাজের সমালোচনা করে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রীর। এবার মহাশ্বেতাদেবীর এই সমালোচনা মুখ্যমন্ত্রী কীভাবে নেন সেটাই দেখার।
First Published: Thursday, April 5, 2012, 09:26