Last Updated: November 11, 2012 19:11

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হলেন গান্ধীজির প্রপৌত্র শান্তি গান্ধী। কানসাসের ৫২ তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের থিওডোর এন্সলেকে এক হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। গান্ধীজির পৌত্র প্রয়াত কান্তিলালের ছেলে শান্তি গান্ধী বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করার পর১৯৬৭ সালে আমেরিকায় পাড়ি দেন। কানসাসের টোপেকা শহরের একটি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বছর দুয়েক আগে তিনি অবসর নেন।
First Published: Sunday, November 11, 2012, 19:11