Last Updated: January 2, 2013 14:50

ঋত্বিক ঘটকের নাতনি অদিতির মৃত্যুর ঘটনায় গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত জ্ঞানজিত্ পাতর। বুধবার দক্ষিণ ২৪ পরগণা জেলা পুলিস তাঁকে গ্রেফতার করেছে। এ দিনই তাঁকে বারুইপুর আদালতে তোলা হয়েছে।
গত ২ ডিসেম্বর চৌবাগার খাল থেকে একটি গাড়ি উদ্ধার হয়েছিল। সেই গাড়ি থেকে উদ্ধার হওয়া অদিতিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। সেই সময়েই অদিতির পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল। অদিতির পরিবার এবং বন্ধুদের সূত্রে জানা যায়, ঘটনার দিন অদিতি তাঁর বন্ধু জ্ঞানজিত্ পাতরের সঙ্গে বেরিয়েছিল। দুর্ঘটনায় তাঁদের গাড়ি খালে গিয়ে পড়ে এবং স্থানীয় মানুষের চেষ্টায় তাঁরা গাড়ি থেকে বেরিয়ে আসেন বলে অদিতির বন্ধুরা জানায়। যদিও ঘটনার পর থেকেই ফেরার ছিল জ্ঞানজিত্ পাতর।
First Published: Wednesday, January 2, 2013, 14:50