Last Updated: May 9, 2013 14:59

বাংলাদেশের পশমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল ৮ জনের। মৃতদের মধ্যে কারখানার ম্যানেজিং ডিরেক্টর ও একজন উচ্চপদস্থ পুলিস আধিকারিক রয়েছেন। রাজধানী ঢাকায় একটি পশমের কারখানায় গতকাল রাতে আগুন লাগে।
এগারো তলা উঁচু বাড়িটির দোতলায় প্রথমে আগুন লাগে। কারখায় প্রচুর পরিমাণে দাহ্য পশম মজুত ছিল। সেই কারণেই বাড়িটির অন্যান্য তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। যদিও, আগুন লাগার সময় কারখানার বন্ধ থাকায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিস। শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেম দমকল কর্মীরা।
First Published: Thursday, May 9, 2013, 14:59