প্রেসিডেন্সির মেন্টর গ্রুপে ফিরছেন মালবিকা সরকার

প্রেসিডেন্সির মেন্টর গ্রুপে ফিরছেন মালবিকা সরকার

প্রেসিডেন্সির মেন্টর গ্রুপে ফিরছেন মালবিকা সরকার মেন্টর গ্রুপের সদস্য হিসেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফিরতে চলেছেন মালবিকা সরকার। ইতিমধ্যেই কাউন্সিল তাঁকে পরিচালন সমিতির সদস্যও মনোনীত করেছে। উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই গত মে মাসে তাঁকে দায়িত্ব হস্তান্তর করতে হয়। দায়িত্ব হস্তান্তরের বিষয়টি আগে থেকে না জানানোয় সরকার ও রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিতর্কে জড়ান তিনি। তাঁকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অথচ তাঁকেই জানানো হয়নি। সরকার এবং খোদ রাজ্যপালের সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলে শেষ বেলায় রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তত্কালীন উপাচার্য মালবিকা সরকার।

ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দেড়মাস। আর এবার সেই প্রেসিডেন্সিতেই মেন্টর গ্রুপের সদস্য হচ্ছেন মালবিকা সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই প্রেসিডেন্সিতে তৈরি হয় এই মেন্টর গ্রুপ। নতুন পরিচালন সমিতির সদস্য হিসেবেও ফিরতে চলছেন মালবিকা সরকার। গত ২৯শে মে বিশ্ববিদ্যালয়ের শেষ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে স্থির হয় কাউন্সিল মনোনীত গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে যোগ দেবেন তিনি। প্রাথমিকভাবে যে তিনজনের নাম স্থির হয়েছিল তার মধ্যে মালবিকা সরকার ছিলেন না, ছিলেন সব্যসাচী ভট্টাচার্য। কিন্তু সব্যসাচী ভট্টাচার্য চেয়ার অধ্যাপক হিসেবে প্রেসিডেন্সিতে যোগ দিচ্ছেন। তাঁর জায়গায় আসছেন মালবিকা সরকার।

উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পরেও যে প্রেসিডেন্সির গুরুত্বপুর্ণ পদে মালবিকা সরকার থাকবেন কয়েক মাস আগেই তার ইঙ্গিত দিয়েছিলেন মেন্টর গ্রুপের প্রধান সুগত বসু। প্রাথমিকভাবে ভাবা হচ্ছিল সরকার মনোনীত প্রতিনিধি হিসেবেই তাঁকে রাখা হবে। কিন্তু যেভাবে শেষবেলায় তিনি সরকারের সৌজন্য নিয়ে প্রশ্ন তোলেন তাতে সরকারের প্রতিনিধি হয়ে আসার সম্ভাবনা কমে যায়। শেষপর্যন্ত সুগত বসুর উদ্যোগে মালবিকা সরকারকে কাউন্সিল মনোনীত প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্সিতে ফিরিয়ে আনা হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

First Published: Monday, June 9, 2014, 23:31


comments powered by Disqus