অ্যামনেস্টি ইন্ট্যারন্যাশনালের সর্বোচ্চ সম্মান পেল মালালা

অ্যামনেস্টি ইন্ট্যারন্যাশনালের সর্বোচ্চ সম্মান পেল মালালা

অ্যামনেস্টি ইন্ট্যারন্যাশনালের সর্বোচ্চ সম্মান পেল মালালামানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ সম্মান পেলেন মালালা ইউসুফজাই। যুগ্মভাবে তাঁর সঙ্গে সম্মানিত করা হয়েছে মার্কিন গায়ক হ্যারি বেলাফন্টেকে।

মঙ্গলবার ডাবলিনের ম্যানসন হাউসে আনুষ্ঠানিকভাবে এই দুজনকে সংগঠনের অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকারের জন্য মালালা ও বেলাফন্টের লড়াই দৃষ্টান্ত তৈরি করেছ। যা অন্যদের অনুপ্রেরণা জোগাবে। এর আগে এই সম্মান পেয়েছেন , নেলসন ম্যান্ডেলা, মায়ানমারের সান সু কি, গায়ক পিটার গ্যাব্রিয়েল সহ আরও কয়েকজন।

First Published: Tuesday, September 17, 2013, 14:04


comments powered by Disqus