মালালাকে চিঠি তালিবান যোদ্ধার

মালালাকে চিঠি তালিবান যোদ্ধার

মালালাকে চিঠি তালিবান যোদ্ধার গত সপ্তাহেই নিজের জন্মদিনে রাষ্ট্রসঙ্ঘে বক্তৃতা দিয়েছেন মালালা। বলেছিলেন, শিক্ষাকে ভয় পায় বলেই তাঁর ওপর গুলি চালিয়েছিল তালিবানরা। তারপরই মালালাকে দেশে ফিরে মাদ্রাসায় ফেরার আবেদন জানালেন তালিবান যোদ্ধা আদনান রশিদ।

প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফকে হত্যার ছক কষা আদনান মালালাকে চিঠিতে লিখেছেন, "আমি তোমাকে উপদেশ দিচ্ছি ঘরে ফিরে এস। ইসলাম ধর্ম, পস্থুন সংস্কৃতি গ্রহণ করো। বাড়ির কাছে যে কোনও পারিবারিক ইসলাম ধর্মাবলম্বী মাদ্রাসায় ভর্তি হও। আল্লাহর বই পড়ো, ইসলামদের জন্য কলম ধরো। যারা নতুন, আধুনিক পৃথিবী গড়তে চায় তাদের ষড়যন্ত্র ভেস্তে দাও।" ২০০০ শব্দেরও বেশি লম্বা চিঠিটির তারিখ দেওয়া হয়েছে ১৫ জুলাই। তবে কোথা থেকে চিঠি লেখা হয়েছে তা স্পষ্ট নয়। আজ মিডিয়ায় প্রকাশ হয় চিঠি।

বায়ুসেনার অবসরপ্রাপ্ত অফিসার রশিদের বক্তব্য, মালালা অ-তালিবানি প্রচার চালিয়েছিলেন। তাই তাঁর ওপর গুলি চালানো যুক্তিযুক্ত। লিখেছেন, "তালিবান কখনও স্কুলে যাওয়ার জন্য বা শিক্ষাকে ভালবাসার জন্য কারও ওপর গুলি চালায় না। মনে রাখবে, তালিবান বা মুজাহিদ্দিন কখনই শিক্ষার বিরোধী নয়। তালিবান মনে করে তুমি ওদের বিরুদ্ধে প্রচার চালিয়েছিলে। সোয়াটে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার ওদের যে প্রয়াস তার বিরুদ্ধে প্ররোচনামূলক ছিল তোমার প্রচার।"



First Published: Wednesday, July 17, 2013, 19:56


comments powered by Disqus