ধরমপুরে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা

মালদার মানিকচকে মাঝ গঙ্গায় নৌকাডুবি, মৃত ৩

মালদার মানিকচকে মাঝ গঙ্গায় নৌকাডুবি, মৃত ৩মালদার মানিকচকে মাঝ গঙ্গায় উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। মৃত্যু হয়েছে তিনজনের। নৌকায় কতজন যাত্রী ছিলেন সঠিকভাবে জানা যায়নি। এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে পারে এলেও, সরকারি মতে ১৩ জন নিখোঁজ, অন্যদিকে বেসরকারি মতে জানা যাচ্ছে প্রায় ৩৫ জন নিখোঁজ।

মানিকচকের ধরমপুর ঘাট থেকে নৌকাটি যাচ্ছিল গঙ্গার একটি চরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী তোলায় নৌকাটি উল্টে গিয়েছে। নৌকাডুবির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারাই তল্লাসি শুরু করেছেন। প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।







First Published: Friday, June 14, 2013, 17:18


comments powered by Disqus