রক্তের অভাবে শিশুমৃত্যু, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

রক্তের অভাবে শিশুমৃত্যু, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

রক্তের অভাবে শিশুমৃত্যু, কাঠগড়ায় সরকারি হাসপাতালসরকারি হাসপাতালে রক্তের অভাবে মৃত্যু হল এক বছরের শিশুর। সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত মেলেনি। তাই সময়মতো রক্তও দেওয়া যায়নি মূমূর্ষ শিশুকে। এঘটনা মালদা জেলা হাসপাতালের। সরকারি হাসপাতালের পরিকাঠামোর এই ফাঁক জেলা স্তরের চিকিত্সা ব্যবস্থা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।শ্বাসকষ্ট এবং জ্বরে ভুগছিল এক বছরের ডলি খাতুন। চিকিত্সক জানান শিশুটির শরীরে রক্তের অভাব রয়েছে। তাকে রক্ত দিতে হবে। মালদা জেলা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।পরামর্শ মতো বুধবার সকালে ডলিকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তের জন্য হাসপাতালেরই ব্লাড ব্যাঙ্কের দ্বারস্থ হন তার পরিবার। দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখা হয় তাঁদের। কিন্তু শেষে রক্ত নেই বলে ব্লাড ব্যাঙ্কের তরফে
জানিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে বলে দেওয়া হয়, রক্ত পেতে হলে রক্তদাতা যোগাড় করতে হবে।অভিযোগ, দীর্ঘ এই সময়টায়, কোনও চিকিত্সাই হয়নি ছোট্ট ডলির। ব্লাড ব্যাঙ্ক থেকে যখন পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন,
ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে একরত্তি শিশুটি।

ডলির মৃত্যু প্রশ্ন তুলে দিয়েছে, জরুরি ভিত্তিতে জেলা হাসপাতাল কেন শিশুটির রক্তের ব্যবস্থা করল না? এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা ভঙ্গুর গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা। রক্তের সঙ্কট থাকলেও কি এভাবে সরকারি হাসপাতাল মুমূর্ষু শিশুর চিকিত্সার থেকে হাত গুটিয়ে থাকতে পারে? প্রশ্ন উঠছে তা নিয়েও।

First Published: Wednesday, September 28, 2011, 23:14


comments powered by Disqus