Last Updated: June 4, 2013 21:56

রাজনৈতিক চাপে পদত্যাগ করলেন মালদা কলেজের অধ্যক্ষ। অনলাইনে ফর্ম ফিল আপ চালু করেছিলেন অধ্যক্ষ প্রভাস চৌধুরী। তাতেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে মতবিরোধ হয় তাঁর। টিএমসিপির চাপেই অধ্যক্ষকে পদত্যগ করতে হয় বলে অভিযোগ।
First Published: Tuesday, June 4, 2013, 23:14