মালদায় সরকারি আইনজীবীর বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ

মালদায় সরকারি আইনজীবীর বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ

ফের যৌন হেনস্থার অভিযোগ আইনের সংসারে। রাজ্যের এক জুনিয়র মহিলা আইনজীবী কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ আনলেন। মালদা জেলা আদালতের এক সরকারি আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন তিনি। রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে।

জেলার পুলিস সুপার ও জেলাশাসককে তদন্ত করে দেখতে বলেছে মহিলা কমিশন। অথচ পাঁচ মাস পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অবিযোগ। মহিলা আইনজীবীর আরও অভিযোগ,অভিযুক্ত সরকারি আইনজীবী এখন তাঁকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন।

ইন্টার্নকে যৌন হেনস্থার ঘটনায় অশোক গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাজ্য মানবাধিকার কমিশনের পদ থেকে ইস্তফাও দেন তিনি।

First Published: Sunday, January 12, 2014, 20:56


comments powered by Disqus