চার দিনে মালদা হাসপাতালে ১৭টি শিশুর মৃত্যু

চার দিনে মালদা হাসপাতালে ১৭টি শিশুর মৃত্যু

চার দিনে মালদা হাসপাতালে ১৭টি শিশুর মৃত্যু  শিশু মৃত্যু পিছু ছাড়ছে না মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের। গত ২৪ ঘন্টায় হাসপাতালে আরও চারটি শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে গত তিন দিনে ১৭টি শিশুর মৃত্যু হল। গতকাল পর্যন্ত শিশু মৃত্যুর খবর স্বীকার করলেও আজ থেকে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু মৃত্যুর খবর পেয়ে গতকালই হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি।

একই অবস্থা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের। বেশিরভাগ ডাক্তার এখনও ছুটিতে। ফলে ভেঙে পড়েছে হাসপাতালের চিকিতসা ব্যবস্থা। চারদিনে মৃত্যু হয়েছে ১৭টি শিশুর। এমনই দাবি রোগীর পরিবারের। শুধু বাঁকুড়াই নয়, শিশু মৃত্যু হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। শিশু মৃত্যুর খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল যান আবু হাসেম খান চৌধুরী। পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি।

First Published: Saturday, October 19, 2013, 13:00


comments powered by Disqus