Last Updated: March 25, 2013 10:48

সোনার লোভে মহিলার কান কেটে চম্পট দিল দুষ্কৃতীরা। মালদার লক্ষ্মীপুর কলোনীতে গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর কলোনীতে ঝর্ণা দাসের বাড়়িতে গতকাল রাতে হানা দেয় একদল দুষ্কৃতী।
বাড়ির অন্যান্যরা সেইসময় বাউল গান শুনতে বাইরে গিয়েছিলেন। একা ঘরে ছিল ঝর্ণা দাস। দুষ্কৃতীরা তার কাছ থেকে সোনার গায়না কেড়ে নিতে চেষ্টা করলে বাধা দেয় ঝর্ণা দেবি। বাধা পেয়ে দুষ্কৃতীরা তাঁর কান কেটে নেয়।
First Published: Monday, March 25, 2013, 11:09