Last Updated: April 24, 2012 19:00

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ছাত্রীর অশ্লীল ছবি তুলে এমএমএস করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। অভিযোগ, মালদহের একটি গ্রামে এক ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে মেলামেশা শুরু করেন মহম্মদ ইসরাফুল নামের এক যুবক।
নিজের মোবাইলে ওই ছাত্রীর কয়েকটি অশ্লীল ছবিও তোলে সে। পরে সেগুলি এমএমএস করে ছড়িয়ে দেয়। মেয়েটিকে বিয়ে করতেও অস্বীকার করে ওই যুবক। এরপরই স্থানীয় থানায় যুবকের নামে অভিযোগ জানাতে যান ওই ছাত্রী। কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করেন স্থানীয় থানায় দায়িত্বপ্রাপ্ত অফিসার।
জেলা পুলিস সুপারের কাছে গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি। সেই মতো সোমবার জেলা পুলিস সুপারের কাছে গিয়ে অভিযোগ জানান ওই ছাত্রী। ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও অভিযুক্তের খোঁজে তল্লাসি চলছে বলে জানিয়েছেন পুলিস সুপার।
First Published: Tuesday, April 24, 2012, 19:00