Last Updated: February 12, 2014 08:29

লোকসভা ভোটের মুখে আজ পেশ হতে চলেছে অন্তর্বর্তী রেলবাজেট। একদিকে চরম আর্থিক সঙ্কট। অন্যদিকে, ভোটের আগে বেশি করে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা। এই পরিস্থিতিতে রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে কোন পথে হাঁটেন, তা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।
২০০৯ সালের অন্তর্বর্তী রেল বাজেটে যাত্রী ভাড়া দুই শতাংশ কমিয়ে জনমোহিনী চাল দিয়েছিলেন তত্কালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। কিন্তু রেলের রক্তশূন্য পরিস্থিতিতে, মল্লিকার্জুন খাড়গের পক্ষে সেই রাস্তায় হাঁটা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
যদিও ভোটের আগে জনসাধারণের মন পেতে বেশ কিছু নতুন ট্রেন ঘোষণা করবেন খাড়গে। ঘোষণা করা হবে নতুন রেলপথ এবং আরও ভাল যাত্রী পরিষেবা। রেলমন্ত্রক সূত্রে খবর, বিপুল আর্থিক ঘাটতির মধ্যেও কাটছাঁটের বাজেট পেশ করা হবে না। বরং সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে মানুষের মন পাওয়া যায়, তার প্রতিফলন থাকবে এবারের বাজেটে। রেলমন্ত্রক সূত্রে পাওয়া খবরে এমনই ইঙ্গিত মিলেছে।
First Published: Wednesday, February 12, 2014, 11:28