Last Updated: January 3, 2012 23:10

সরকার ধান না কেনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে বামেরা। একই ইস্যুতে পথে নেমেছে কংগ্রেসও। ইন্দিরা ভবনের নাম পরিবর্তন নিয়েও সরকারের বিরুদ্ধে তোপ দাগছে শরিক কংগ্রেস। নাম পরিবর্তনে অখুশি বামেরাও। শরিক দলের এই ভূমিকায় ক্ষিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য সরকারের বিরুদ্ধে হাত মিলিয়েছে কংগ্রেস, সিপিআইএম।
একসময় প্রায় প্রতিদিনই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সিপিআইএমের বি টিম বলে কটাক্ষ করতেন। মঙ্গলবার আবার সেই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বামেরা। সাংবাদিক সম্মেলনে সূর্যকান্ত মিশ্র বলেন, বস্তাপচা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ কংগ্রেসের শীর্ষ নেতারাও। কংগ্রেস মুখপাত্র মনীশ তিওয়ারি দিল্লিতে বলেছেন ধর্মনিরপেক্ষতার স্বার্থে সিপিআইএমের সাহায্য নিয়ে কংগ্রেস একসময় সরকার গড়েছিল একথা সত্যি, তবে একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাও মনে রাখা উচিত তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এখন শরিক দল।
First Published: Tuesday, January 3, 2012, 23:10