Last Updated: May 10, 2013 20:10

সারদা কাণ্ডের পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মে মাসে পঞ্চায়েত ভোট হবে ধরে নিয়ে, সিপিআইএম এবং কংগ্রেসই এই কাণ্ড ঘটিয়েছে। পরিকল্পিত ভাবেই রাজ্যের বড় অংশের মানুষকে বিপদে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
চিটফান্ড নিয়ে সরকারের বিরুদ্ধে বিরোধীদের কার্যত একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের উত্সব ময়দানে বিকেল পাঁচটায় এই সভা হয়। চিটফান্ড নিয়ে সরকারের এটি তৃতীয় সভা। এর আগে শ্যামবাজার এবং পানিহাটিতে জনসভা করেন মুখ্যমন্ত্রী।
First Published: Friday, May 10, 2013, 20:10