Last Updated: November 24, 2012 17:13

সরকার পরিবর্তনের পর রাজ্যে সেভাবে আসেনি বড় কোনও বিনিয়োগ। বিভিন্ন মহল থেকে বারবার উঠেছে এই অভিযোগ। এ বার শিল্পপতিদের ক্ষুদ্রশিল্পে বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করেন তিনি। ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আগামিদিনে কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
এদিন মিলন মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের উদ্দেশে বলেন, "বড় শিল্প করুন, তার সঙ্গে ক্ষুদ্রশিল্পকে অনুসারী শিল্প হিসাবে সেখানে বিনিয়োগ করুন"। সেইসঙ্গে, এরাজ্যে হস্তশিল্পের বিকাশের বিষয়েও কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটি মহকুমাতে হস্তশিল্প হাব তৈরি করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন তিনি।
First Published: Saturday, November 24, 2012, 17:13