Last Updated: April 13, 2014 16:08

দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রচারের শেষ লগ্নে ম্যালে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত প্রার্থীকে সমর্থনের প্রশ্নে বিঁধলেন মোর্চাকে। পাঁচ বছরে পাহাড়বাসীর বিপদে-আপদে সাংসদের দেখা মেলেনি, এই অভিযোগে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপিকে। উন্নয়নের দাবিতে পাহাড়ের ভোট চাইলেন মুখ্যমন্ত্রী। বাইচুং ভুটিয়ার সমর্থনে ভোট চাইতে গিয়ে শুরুতেই পাহাড়বাসীর আবেগকে কাজে লাগানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাহাড়ের উন্নয়নে জিটিএ কাজ করছে না বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। আঙুল তুললেন বিমল গুরুংয়ের দিকে।
পয়সা খাচ্ছে, ছেলেদের বাইরে পড়াচ্ছে
মোর্চার পাশাপাশি বিজেপিরও সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।
যশবন্ত পাহাড়ে আসেননি। আমায় ফোন করেন
রবিবার, বৃষ্টির মধ্যেই ম্যালে জনসভা করেন তৃণমূল নেত্রী। সভায় ছিলেন লেপচা, তামাঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিরা।
ম্যালের সভায় ছিলেন মিঠুন চক্রবর্তী। পাহাড়ের উন্নয়নে তাঁকে হাত লাগানোর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী।
First Published: Sunday, April 13, 2014, 16:08