Last Updated: March 26, 2014 22:32

বাইচুং ভুটিয়াকে পাশে বসিয়ে বিমল গুরুং ও তাঁর দলকে তীব্র ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে বহিরাগত বলে কটাক্ষ করেন তিনি। কেন্দ্রে নির্ণায়ক শক্তি যে তৃণমূল কংগ্রেসই হবে, ফের একবার এই দাবি করেন মুখ্যমন্ত্রী। গরুবাথানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত নিশানায় ছিলেন বিমল গুরুং ও গোর্খা জনমুক্তি মোর্চা। এমনকী জিটিএ-র কাজ ও পৃথক গোর্খাল্যান্ড প্রসঙ্গেও মোর্চাকে তীব্র ভাষায় বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাইচুং ভুটিয়াকে বহিরাগত বলে কটাক্ষ করেছে মোর্চা। নাম না করেই বিজেপি প্রার্থীকে সেই বহিরাগত কটাক্ষই ফিরিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
পাহাড়ে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে মুখ্যমন্ত্রীর দাবি , কেন্দ্রে নির্ণায়ক শক্তি হবে তৃণমূল কংগ্রেসই।
পাহাড়ে এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। যে কারণে প্রার্থী বাইচুং ভুটিয়াকে নিয়ে গরুবাথানের জনসভায় উপস্থিত মানুষজনকে বারবারই দলীয় প্রতীক চেনানোতে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গে বেড়েছে কেএলও কার্যকলাপ। বুধবারের মুখ্যমন্ত্রীর জনসভায় আগাগোড়াই নিরাপত্তা ছিল আঁটোসাটো।
First Published: Wednesday, March 26, 2014, 22:32