Last Updated: January 22, 2013 22:02

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রকাশ্যে আক্রমণ করলেও সমীর আইচ কিন্তু সেভাবে মুখ খুললেন না। বিশিষ্ট এই চিত্রশিল্পী শুধু বললেন, “উনি যে আমাকে শিল্পীর স্বীকৃতি দিয়েছেন এতেই খুশি।”
এবার রাজ্যের পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীদেরই একাংশকে আক্রমণের লক্ষ্য করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম করে তোপ দাগলেন শিল্পী সমীর আইচের দিকে। সাফ জানিয়েলেন, রাজ্যে পালাবদলের সময় পরিবর্তনপন্থীদের মিছিলে হাঁটলেও তৃণমূলের কেউ নন সমীর আইচ। একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, সিপিআইএম শিখিয়ে দেওয়াতেই মিথ্যে বলছেন পরিবর্তনপন্থী ওই চিত্রশিল্পী।
বিভিন্ন টিভি চ্যানেলের বিতর্কে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এত দিন জোর গলায় সওয়াল করে এসেছেন তিনি। এ বার সেই শাসক দলেরই কোপে পড়লেন চিত্রশিল্পী সমীর আইচ। কড়েয়ার প্রতিবাদী তরুণের অপমৃত্যুর পরে রাজপথে মোমবাতি মিছিলে সামিল হয়েছিলেন সমীর। রাজ্য সরকারের সমালোচনা করে জানান, এ বার তাঁকেও পথে নামতে হল। সমীর বলেন, “রাজ্যে পুলিশের কোনও পরিবর্তন হয়নি। আমিনুল এক মাস ধরে কষ্ট পেলেও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের কেউ বিষয়টি আমল দেননি।
First Published: Tuesday, January 22, 2013, 22:02