বিগ বিকে ফোন করলেন মমতা

বিগ বিকে ফোন করলেন মমতা

বিগ বিকে ফোন করলেন মমতাকলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন যে এবার বিগ বির হাত ধরেই হবে, সে খবর পাওয়া গিয়েছিল আগেই। তার জন্য বাংলার প্রিয় জামাইবাবুকে শুধুমাত্র অফিশিয়াল আমন্ত্রণ পাঠিয়েই মন:পূত হয়নি বাংলার `দিদি`র। তাই এবার নিজের ব্যক্তিগত নম্বর থেকে তাঁকে ফোনই করে ফেললেন মুখ্যমন্ত্রী।

একটি দৈনিকের সূত্রে খবর, "এবছরের ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীর একমাত্র পছন্দ ছিলেন অমিতাভ বচ্চন। তাই উনি নিজেই বিগ বিকে ফোন করে কলকাতায় আসতে আমন্ত্রণ জানিয়েছেন। দুজনে অনেকক্ষণ ফোনে কথাও বলেছেন। যার বেশির ভাগটা জুড়েই ছিল দুজনের একসঙ্গে সাংসদ থাকার সময়ের স্মৃতি রোমন্থন"। কলকাতা চলচ্চিত্র উত্সব উদ্বোধন করতে উত্সাহী বিগ বিও। মুখ্যমন্ত্রীর ফোনের কথা জানিয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করতে যেতে বলেছেন। আমি আগামী ১১ নভেম্বর কলকাতা যাচ্ছি"।

প্রসঙ্গত, অভিনয়ে আসার আগে প্রথম চাকরি নিয়ে এই কলকাতা শহরেই আসেন বিগ বি।






First Published: Thursday, October 4, 2012, 18:46


comments powered by Disqus