Last Updated: December 10, 2013 10:14

সংসদের সেন্ট্রাল হলে আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই দিল্লি পৌছেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে গেছেন, রাজ্যের স্বার্থের কথা মাথায় রেখেই তাঁর এই সফর। যদিও রাজনৈতিক মহলের একাংশের ধারনা, জাতীয় রাজনীতির হাওয়া বুঝতেই দিল্লি গেছেন তিনি। সংসদের সেন্ট্রাল হল অতীতে বহু রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে।
তাই প্রশ্ন উঠছে লোকসভা নির্বাচনে ঢাকের কাঠি পড়ার পর কি কোনও লক্ষ্য ছাড়াই সেখানে যাবেন তৃণমূল নেত্রী? এই তিনদিন মুখ্যমন্ত্রী কার কার সঙ্গে দেখা করেন সে দিকে নজর থাকবে সকলের। কারণ চূড়ান্ত কিছু না হলেও আগামিদিনে তৃণমূল কংগ্রেস কোন পথে হাঁটবে, তার আভাস কিছুটা হলেও হয়তো পাওয়া যাবে মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরে।
(ছবি- ফাইল থেকে। দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনের আগে মুলায়ম সিং যাদবের পাশে মমতা ব্যানার্জি)
First Published: Tuesday, December 10, 2013, 10:18