Last Updated: August 23, 2013 21:29

বিনিয়োগ আনতে এ বার মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অক্টোবরের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী আমেরিকা রওনা দিচ্ছেন। মার্কিন মুলুকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মমতা ব্যানার্জি, অমিত মিত্রর সঙ্গে থাকছেন ১০ জন শিল্পপতিও। লস অ্যাঞ্জেলসে ১০ দিনের এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মিশিগানেও যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সাতদিনের আমেরিকা সফর পাখির চোখ হচ্ছে বিনিয়োগ। পুজোর আগেই মার্কন সফর সেরে রাজ্যে ফিরবেন মুখ্যমন্ত্রী।
পালা পরিবর্তনের পর রাজ্যে কোনও বড় শিল্প নেই। রাজ্যে বিনিয়োগ কেন আসছে না তা নিয়ে দলের অন্দরেই উঠছে প্রশ্ন। শিল্প নেই বলে মমতার ধমকও খেয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি।
পঞ্চায়েত ভোট জয়ের পর বাণিজ্যনগরী মুম্বইতে শিল্পের জন্য পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এ বার মুখ্যমন্ত্রী চললেন মার্কিন মুলুক। আসল প্রশ্ন এখন রাজ্যের এই আর্থিক অবস্থায় মুখ্যমন্ত্রীর মার্কিন সফরে বিনিয়োগ আসবে তো!
First Published: Friday, August 23, 2013, 21:31