অবস্থান বদলে ট্যুইটারে ইউপিএ-কে বরাভয় তৃণমূলের

অবস্থান বদলে ট্যুইটারে ইউপিএ-কে বরাভয় তৃণমূলের

অবস্থান বদলে ট্যুইটারে ইউপিএ-কে বরাভয় তৃণমূলেরচব্বিশ ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে অবস্থান বদলালো তৃণমূল। টুইটারে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও`ব্রায়েন জানালেন, কেন্দ্রে পাঁচ বছরের কার্যকালের মেয়াদই পূর্ণ করবে ইউপিএ-টু সরকার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নামে জারি করা টুইটার-বার্তায় `অর্ধসত্য` পরিবেশনের জন্য সংবাদমাধ্যমকে দুষেছেন ডেরেক।

গতকাল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন শেষে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৪-র বদলে ২০১৩ সালেই লোকসভা ভোট হতে পারে। এ নিয়ে দিল্লিতে একটি রাজনৈতিক দলের বৈঠক করার খবর তাঁর কাছে রয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনার কথা মাথায় রেখে দলের প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। তিনি বলেন, "গণতন্ত্র আর ভোটকে কেউ খাটো করে দেখবেন না"।

প্রত্যাশিতভাবেই ইউপিএ জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দলের সর্বোচ্চ নেত্রীর এই মন্তব্যে উল্লসিত প্রতিক্রিয়া জানায় প্রধান বিরোধী দল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে স্বাগত জানিয়ে বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, "কংগ্রেস সরকারের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই"। পাশাপাশি ২০১৩ পর্যন্ত অপেক্ষা না করে ২০১২ সালেই অন্তর্বর্তী সাধারণ নির্বাচন নিশ্চিত করে ফেলতে কংগ্রেসের শরিক দলগুলিকে আহ্বান জানান ভাগলপুরের বিজেপি সাংসদ। পাল্টা প্রতিক্রিয়ায়, লোকসভা নির্বাচন এগিয়ে আনার জল্পনা উড়িয়ে দিয়ে এআইসিসি`র মুখপাত্র নেতা রশিদ আলভি জানান, বর্তমান সরকার তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে।

তাঁর মন্তব্যে জাতীয় রাজনীতিতে অকাল ভোটের সম্ভাবনা নিয়ে বিতর্কের ঝড় ওঠার পর এদিন ডেরেক ও`ব্রায়েনের মাধ্যমে জারি করা টুইটার-বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "স্পষ্টভাবে বলতে চাই, অর্ধসত্য খবর পরিবেশিত হয়েছে। ইউপিএ সরকার মেয়াদ পূর্ণ করতে পারলে আমি খুশি হব"।

কিন্তু কেন হঠাত্‍ টুইটারের মাধ্যমে মিডিয়ার দ্বারা প্রচারিত `অর্ধসত্য` খণ্ডন করতে সক্রিয় হলেন তৃণমূল নেত্রী? ডেরেকের ব্যাখ্যা, "দলনেত্রী জেনেছেন, অন্তর্বর্তী নির্বাচনের বিষয়টি নিয়ে দিল্লিতে চর্চা শুরু হয়েছে। তাই এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হল"।





First Published: Saturday, May 12, 2012, 17:37


comments powered by Disqus