Last Updated: July 8, 2014 17:12

রেল বাজেটকে সামনে রেখে ফের একবার ফেডারেল ফ্রন্ট গঠনের যৌক্তিকতা সামনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মোদী জমানায় বঞ্চিত অকংগ্রেসি অবিজেপি শাসিত রাজ্যগুলি। পাশাপাশি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগামিদিনে দেশজোড়া আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সংসদে নরেন্দ্র মোদী সরকারের প্রথম রেল বাজেট । হুগলির জনসভায় প্রতিক্রিয়া প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বঞ্চনার তালিকায় শুধু বাংলা নয়, আরও বেশকয়েকটি রাজ্যের নাম উচ্চারণ করলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, বঞ্চিত এরাও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে রাজ্যগুলির নাম উঠে এল সেগুলির কোনওটাতেই কংগ্রেস বা বিজেপির সরকার নেই। ক্ষমতায় আঞ্চলিক দল। যাঁদেরকে নিয়ে একসময় ফেডারেল ফ্রন্ট গঠনের স্বপ্ন দেখেছিলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, সেই ফ্রন্ট গঠন না হওয়ার কারণেই বঞ্চিত হতে হয়েছে রাজ্যগুলিকে।
First Published: Tuesday, July 8, 2014, 17:12