Last Updated: December 18, 2013 22:23

বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। আজ লোকসভায় পেশ হয় স্থলসীমান্ত চুক্তি বিল। মুখ্যমন্ত্রী ফেসবুকে লিখেছেন রাজ্যকে না জানিয়ে একতরফাভাবে এই বিল পেশ করেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী লিখেছেন এটা কেন্দ্রের একটা নির্লজ্জ কাজ। রাজ্যের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলেও ফেসবুকে লিখেছেন মুখ্যমন্ত্রী।
ফের তোপ কেন্দ্রকে। এবার বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি নিয়ে। বুধবার লোকসভায় পেশ হয় এই চুক্তি সংক্রান্ত বিল। আর তাতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী।
ফেসবুকে তিনি লিখেছেন, `অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবির কয়েক সেকেন্ড আগে কেন্দ্র বিলটি জোর করে সংসদে পেশ করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর কেন্দ্রীয় সরকারের তরফে একটা নির্লজ্জ পদক্ষেপ। লোকসভা ভোটের মুখে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে একটি দলের রাজনৈতিক গিমিক। রাজ্যের অনুমতি না নিয়ে এভাবে একতরফা বিল পেশ দমনমূলক ভয়ানক প্রবণতা। আর এই বিষয়টায় শুধু পশ্চিমবঙ্গই নয়, জড়িত রয়েছে অসম, ত্রিপুরা এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির একাধিক এলাকা।
আমরা মানছি না, মানছি না, মানছি না। রাজ্য সরকার এটা কোনওভাবেই বাস্তবায়িত করবে না। আমাদের রাজ্যের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং উত্তরপূর্বাঞ্চল এবং দেশের অন্য অংশের জন্য আমরা একযোগে লড়াই করব।
আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি।`
মুখ্যমন্ত্রীর ফেসবুকে তোপের আগেই অবশ্য লোকসভায় সরব হন তৃণমূল সাংসদরা।
First Published: Wednesday, December 18, 2013, 22:23