আজ মুখ্যমন্ত্রীর আদালত অবমাননার শুনানি

আজ মুখ্যমন্ত্রীর আদালত অবমাননার শুনানি

আজ মুখ্যমন্ত্রীর আদালত অবমাননার শুনানিমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি আজ। প্রধান বিচারপতি প্রতাপ রায় ও বিচারপতি সুবল বৈদ্যর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। বিধানসভার অনুষ্ঠানে বিচারবিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই আদালতে মামলা দায়ের করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

মামলায় সামিল করা হয় কয়েকটি টিভি চ্যানেল ও সংবাদপত্রকে। আদালত বন্ধু হিসেবে নিযুক্ত দুই আইনজীবী নিজেদের মতামতও জানিয়েছেন আদালতে। কিন্তু তত্কালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কল্যানজ্যোতি সেনগুপ্ত বদলি হয়ে যাওয়ায় মামলাটি এই অবস্থাতেই থেকে যায়। এরপরই  গত শুক্রবার নতুন করে এই মামলার শুনানি শুরু হয়।

First Published: Friday, December 14, 2012, 16:13


comments powered by Disqus