Last Updated: November 29, 2013 12:24

বিধানসভায় ওয়াক আউট বামেদের। স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত সমস্ত প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। বামেদের দাবি খারিজ অধ্যক্ষের। এই অভিযোগে ওয়াকআউট। নির্দিষ্ট সঅময়ে ছিলেন না মুখ্যমন্ত্রী।
বিধানসভার বাইরে প্রতীকী বিধনসভা বামেদের। বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা সুর্যকান্ত মিশ্র। ভেতরে আলোচনা করতে দেওয়া হয়নি। তাই বাইরে প্রতীকী বিধানসভার আয়োজন।
বিধানসভায় মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী-
বিধানসভায় আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। বিরোধীদের বিক্ষোভকে কটাক্ষ। ``সিপিআইএমের ফেলে যাওয়া জঞ্জাল সাফ করতে ৫০ বছর সময় লাগবে।" ১০ বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুন। সূর্যকান্ত মিশ্রকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর বক্তব্য।
বিরোধীদের বিক্ষোভকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। `বিধান সভায় নাটক করছেন। আগে চন্দ্রিমার সঙ্গে কমপিট করুন। তারপর আমার সঙ্গে লড়বেন।` সূর্যবাবুকে বলেন মুখ্যমন্ত্রী।
First Published: Friday, November 29, 2013, 16:24