Last Updated: December 27, 2013 22:23

রাজ্যে পাঁচটা নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় হচ্ছে সরকারি উদ্যোগে। তৈরি হয়েছে নতুন স্কুল ও কলেজ। বারোশ আসন বেড়েছে মেডিক্যালে। এভাবেই গত আড়াই বছরে শিক্ষাক্ষেত্রে রাজ্যের সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। আজ রাজারহাটে সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী।
দেড় শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে উত্কর্ষের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষের প্রশংসা করেন তিনি। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
First Published: Friday, December 27, 2013, 22:24