Last Updated: December 17, 2012 08:36

লগ্নির খোঁজে এই মুহূর্তে দিল্লিতে মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধেয় প্রায় ৪০ জন শিল্পপতির সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজন মিত্তল সহ বিভিন্ন বড় শিল্পসংস্থার প্রতিনিধিদের সেখানে থাকার কথা। তবে, এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি টাটা গোষ্ঠীকে।
গত দেড় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শিল্পপতিরা একাধিকবার তাঁর সঙ্গে দেখা করেছেন। কিন্তু, রাজ্যে সেভাবে বড় কোনও বিনিয়োগ আসেনি। রাজ্য সরকারের জমিনীতিই মূল বাধা হয়ে উঠছে বলে অভিযোগ। শিল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ করবে না। এই অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। শিল্পের প্রয়োজনে ল্যান্ডব্যাঙ্ক থেকে জমি দেওয়ার কথা বলেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও, সরকারের ল্যান্ড ব্যাঙ্কে কোথায় কী পরিমাণ জমি রয়েছে সে প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। এই অবস্থায় শিল্পমহলের সঙ্গে আজকের বৈঠকের ফল কী দাঁড়ায় এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।
First Published: Monday, December 17, 2012, 08:36