Mamata should be more critical of Modi: Kolkata Imam

মোদীর বিরুদ্ধে সরব হোন মমতা: কলকাতার ইমাম

 মোদীর বিরুদ্ধে সরব হোন মমতা: কলকাতার ইমামভারতীয় জনতা দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে `সুবিধাবাদী` কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদীর বিরুদ্ধে সুর চড়ানোর পরামর্শ দিলেন টিপু সুলতান মসজিদের ইমাম। মোদীর ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ইমাম সাহেব।

টিপু সুলতান মসজিদের ইমাম মৌলানা বরকতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "যদি মমতা বন্দ্যোপধ্যায়কে তাঁর ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে হয় তা হলে তাঁকেও মোদীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।" তাঁর যুক্তি, রাহুল গান্ধী যেভাবে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে তুলোধোনা করছেন, মমতারও তেমনই করা উচিত।

লোকসভা নির্বাচনের আগে সবকটা রাজনৈতিক দল যখন ২৮ শতাংশ সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে মরিয়া, তখন কলকাতা ইমামের এই মন্তব্য তাৎপর্যের সঙ্গে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। ৪২তম লোকসভা গঠনে এই ২৮ থেকে ৩০টি আসনই নির্ণায়ক হয়ে উঠতে পারে।

সংখ্যালঘু ভোট চাইতে হাত পেতেছেন নরেন্দ্র মোদীও। সেকরণে মোদীর সমালোচনা করতে ছাড়েননি টিপু সুলতান মসজিদের ইমাম। তাঁর প্রশ্ন করেন, "যখন তাঁর ফেজ পড়তে আপত্তি। তখন কেনইবা তিনি মুসলিম ভোট চাইছেন?"

First Published: Tuesday, March 18, 2014, 16:48


comments powered by Disqus