আন্নার আশ্বাসের পরিবর্তে তাঁকে সম্মান ফেরালেন মমতা, তিনদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

আন্নার আশ্বাসের পরিবর্তে তাঁকে সম্মান ফেরালেন মমতা, তিনদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

আন্নার আশ্বাসের পরিবর্তে তাঁকে সম্মান ফেরালেন মমতা, তিনদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আশ্বাস আগেই দিয়েছিলেন আন্না হাজারে। এবার আন্না হাজারের প্রতি তাঁর সম্মানের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আন্না হাজারেকে তিনি খুবই সম্মান করেন। আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আন্নার প্রচার করার সম্ভাবনা এতে আরও জোরদার হল বলে মত রাজনৈতিক মহলের। নির্বাচনী ইশতাহারে রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে সতেরো দফা প্রস্তাব পাঠিয়েছিলেন আন্না হাজারে। গতকাল তিনি জানান, একমাত্র তৃণমূলনেত্রীই সেই প্রস্তাব মেনে কাজ করবেন বলে তাঁকে চিঠি দিয়ে জানিয়েছেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন আন্না।

বাগডোগরায় নামার পর মুখ্যমন্ত্রী যাবেন ফুলবাড়িতে। রাজ্যের দ্বিতীয় সচিবালয় উত্তরকন্যায়, মন্ত্রিসভার প্রথম বৈঠক অংশ নেবেন তিনি। বৈঠকে ২০জন মন্ত্রী ছাড়াও থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। ইতিমধ্যেই উত্তরকন্যায় ২০ বিভাগের কাজ শুরু হয়েছে। উদ্বোধনের বাইশ দিনের মাথায় মন্ত্রিসভার এই বৈঠক। আগামিকাল ডুয়ার্সে আদিবাসীদের একটি অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি।

First Published: Tuesday, February 11, 2014, 16:59


comments powered by Disqus