লোকপাল থেকে ইন্দিরা ভবন, ফের কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

লোকপাল থেকে ইন্দিরা ভবন, ফের কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

লোকপাল থেকে ইন্দিরা ভবন, ফের কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীরতৃণমূল কংগ্রেসের বিরোধিতায় রাজ্যসভায় পাশ হয়নি লোকপাল বিল। শরিক তৃণমূল কংগ্রেসের এই আচরণে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেসকে। তবে লোকপাল ইস্যুতে আগের অবস্থানে অনড় রয়েছে তৃণমূল। আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন লোকপাল নিয়ে সব দলের মত নিয়ে চলা উচিত কেন্দ্রের। লোকায়ুক্তের মডেল কী হবে তা রাজ্যের উপরেই ছেড়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকপাল বিতর্কের পাশাপাশি সাম্প্রতিক `ইন্দিরা ভবন` বিতর্ক এবং রাজ্যের নানা স্থানে কৃষক বিক্ষোভের ঘটনা নিয়ে এদিন সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো। ধানের দাম নিয়ে কার্যত কেন্দ্রের ঘাড়েই দায় চাপিয়েছেন তিনি। ধানের ন্যায্য দাম না পাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় কৃষকরা বিক্ষোভ দেখিয়েছেন। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ধানের দাম কত হবে, সেটা কেন্দ্র ঠিক করে। এই বিষয়ে রাজ্য সরকারের বিশেষ কিছুই করার নেই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। লোকপাল থেকে ইন্দিরা ভবন, ফের কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
অন্য দিকে জ্যোতি বসুর স্মৃতি বিজড়িত ইন্দিরা ভবনে কবি নজরুল গবেষণাগার নির্মাণের সরকারি উদ্যোগ ঘিরে উদ্ভূত রাজনৈতিক বিতর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে সরাসরি কংগ্রেস ও বামেদের গোপন আঁতাতের অভিযোগ এনেছেন তিনি।

ইন্দিরা ভবনের নাম বদলের উদ্যোগের প্রতিবাদে এদিনই মৌসম বেনজির নুরের নেতৃত্বে আজ বিড়লা তারামন্ডলের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য-সহ দলের বরিষ্ঠ নেতারাও হাজির ছিলেন এই বিক্ষোভ সমাবেশে। জোট শরিকের এই আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে অস্থিরতা সৃষ্টি করতে বামেদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস।



First Published: Tuesday, January 3, 2012, 15:58


comments powered by Disqus