Last Updated: February 18, 2012 13:05

জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) তৈরির কেন্দ্রীয় উদ্যোগের বিরোধিতায় সরব হওয়ার পর এবার মধ্যমগ্রামের বাদুতে এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ডস) হাবের উদ্বোধনেও যোগ দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার বাদুতে এনএসজি হাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনএসজি হাব তৈরির জন্য জমি দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে চিদম্বরম বলেন, ''জাতীয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করা কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব। '' রাজ্যে মাওবাদী সমস্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ''মাওবাদী মোকাবিলায় আমরা পশ্চিমবঙ্গে আগের সরকারের সঙ্গে কাজ করেছি। বর্তমান সরকারের সঙ্গে কাজ করেও আমরা খুশি।''

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ, ছত্তিশগঢ়, বিহার, ঝাড়খণ্ড ওড়িশা-- এই রাজ্যগুলিতে কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু সেই সব রাজ্যেও সন্ত্রাস, নকশাল দমন-সহ নিরাপত্তা সুনিশ্চিত করা কেন্দ্রের কর্তব্য। নতুন সরকার ক্ষমতায় আসার পর এ রাজ্যে মাওবাদী সমস্যা অনেকটাই কমেছে । মধ্যমগ্রামের বাদুতে ১৯.৭৫ একর জমিতে তৈরি হচ্ছে এনএসজি হাব। এছাড়া রাজারহাটেও খুব শীঘ্রই আরেকটি এনএসজি হাব তৈরি করা হবে। এর জন্য জমি চিহ্নিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই একাধিক ইস্যুতে কংগ্রেস-তৃণমূল সংঘাত বেধেছে। এবার `রাজ্যের অধিকারে হস্তক্ষপ`-এর অভিযোগ তুলে এনসিটিসি নিয়েও কেন্দ্রের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তাই এনএসজি হাবের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
First Published: Saturday, February 18, 2012, 13:39