Mamata takes on Telangana bill

তেলেঙ্গানা বিল পাস নিয়ে ফেসবুকে সরব মমতা

লোকসভার পর রাজ্যসভাতেও তেলেঙ্গানা বিল যেভাবে পাস হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে করা প্রতিক্রিয়ায় কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেছেন, "লোকসভায় যেভাবে তেলেঙ্গানা বিল পাস হয়েছে তা অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং বেআইনি।" বিরোধীরা সংশোধনী এনেছিলেন, ভোটাভুটি চেয়েছিলেন। কোনওটারই অনুমোদন দেওয়া হয়নি। লোকসভায় বেআইনিভাবে পাস হওয়া বিল কীভাবে রাজ্যসভায় পেশ হল, তানিয়েও প্রতিবাদ জানিয়েছে আমাদের দল।

আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কীভাবে হাতে হাত মিলিয়ে কাজ করেছে কংগ্রেস ও বিজেপির সিন্ডিকেট। গুরুত্বপূর্ণ আইন, যা রাজ্যগুলির পক্ষে জরুরি, সেকাজে রাজ্যগুলিকেই সঙ্গে না নিয়ে যদি দুটি রাজনৈতিক দল এভাবে যোগসাজশ করে কৌশলী অবস্থান নেয়, তাহলে দেশের ভবিষ্যত্‍ কি হবে? এই অনৈতিক জোট দেশের কাছে একটা বিপদ সঙ্কেত।

First Published: Saturday, February 22, 2014, 10:40


comments powered by Disqus