বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

বেলুড় মঠে মুখ্যমন্ত্রী বেলুড় মঠের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে মঠ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবকে নিয়ে দুপুর তিনটে নাগাদ বেলুর মঠে আসেন তিনি। মঠ চত্ত্বর ও গঙ্গার ধার ঘুরে দেখার পর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের সঙ্গেও বেশকিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। গঙ্গার পার বরাবর রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে কিনা সেবিষয়গুলি নিয়েও মঠ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গত ১৬ জুলাই বেলুর মঠে সারদা মায়ের মন্দির থেকে চুরি যায় নখ, চুল ও বেশকিছু সামগ্রী। তখনই মঠের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এরপরই এই মামলার তদন্ত ভার দেওয়া হয় সিআইডিকে।

First Published: Saturday, August 17, 2013, 17:11


comments powered by Disqus