পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন রাজ্য ভাগ হতে দেবেন না

পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন রাজ্য ভাগ হতে দেবেন না

পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন রাজ্য ভাগ হতে দেবেন না পাহাড়ে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। আগামিকাল কালিম্পঙে লেপচা সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরের দিনই নতুন প্রধান নির্বাচন করতে জিটিএ-র বৈঠক ডাকা হয়েছে। আজ বাগডোগরা বিমানবন্দরে জিটিএ-র মাধ্যমে উন্নয়নের পক্ষে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোর্চাকে আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন রাজ্যভাগ হতে দেবেন না তিনি। তেলেঙ্গানা ঘোষণার পরই গোর্খাল্যান্ডের দাবিতে জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা দেন বিমল গুরুং। সঙ্গে সঙ্গেই ইস্তফা গ্রহণ করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, মোর্চার সঙ্গে সুসম্পর্কে ইতি। পাহাড়ে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তবুও বনধের রাস্তা থেকে সরেনি মোর্চা। মোর্চাকে চাপে রাখতে সরকার একদিকে পুরনো মামলায় তাদের একের পর এক নেতাদের গ্রেফতার করেছে। অন্যদিকে, পাহাড়ের মানুষকে কাছে টানতে চলেছে রেশন বিলি। বিমল গুরুংয়ের ইস্তফার পর জিটিএ প্রধান নির্বাচন করতে বুধবার বৈঠক ডাকা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, নির্বাচিত সদস্যদের মধ্য থেকেই জিটিএ-র নতুন প্রধান নির্বাচন করতে হবে। 
 
জিটিএ-কে এড়িয়ে লেপচা উন্নয়ন পর্ষদ তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মোর্চা রাজ্য সরকারের বিরুদ্ধে পাহাড়ে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার কালিম্পঙে লেপচাদের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। থাকবেন, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন সহ বিভিন্ন দফতরের আধিকারিকরাও। সেখানে লেপচাদের উন্নয়নে মুখ্যমন্ত্রী একাধিক প্রতিশ্রুতি দেবেন বলে মনে করা হচ্ছে। তার আগে, সোমবার নাম না করে মোর্চাকে বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, নির্ধারিত কর্মসূচি না থাকলেও কালিম্পং থেকে মুখ্যমন্ত্রী যেতে পারেন দার্জিলিঙেও।

First Published: Monday, September 2, 2013, 22:33


comments powered by Disqus