মমতা সঙ্গে বুদ্ধদেব, সোমনাথ চট্টোপাধ্যায়ের সৌজন্যে দুর্লভ মুহূর্তের অপেক্ষায় কলকাতা

মমতা সঙ্গে বুদ্ধদেব, সোমনাথ চট্টোপাধ্যায়ের সৌজন্যে দুর্লভ মুহূর্তের অপেক্ষায় কলকাতা

মমতা সঙ্গে বুদ্ধদেব, সোমনাথ চট্টোপাধ্যায়ের সৌজন্যে দুর্লভ মুহূর্তের অপেক্ষায় কলকাতামমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বুদ্ধদেব ভট্টাচার্য। বিমান বসুর সঙ্গে খোশমেজাজে গল্প করছেন পার্থ চট্টোপাধ্যায়। এক সামিয়ানার তলায় বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে ডান-বাম সব দলের নেতা-মন্ত্রীরা। রাজ্যের রাজনৈতিক বাস্তবতায় অলীক এই দৃশ্য তৈরি হতে পারে এই বছরের শেষেই। সৌজন্যে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়।

এক ফ্রেমে দুই সরকারের দুই মুখ্যমন্ত্রী। প্রায় বছর তিনেক আগে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে শেষবার এই দৃশ্য দেখা গিয়েছিল। সব ঠিকঠাক চললে এবছর ২৯ ডিসেম্বর আবার এমন এক মুহূর্ত দেখতে পারে রাজ্যের মানুষ। দেশের মানুষের কাছেও এ ছবি কম দুর্লভ নয়! সোমনাথ চট্টোপাধ্যায়ের নাতির বিয়ে। আর সেখানেই কি না মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জিদের দেখা যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, গৌতম দেবদের সঙ্গে। থাকার কথা প্রদীপ ভট্টাচার্য, সোমেন মিত্রদেরও। এক সামিয়ানার নীচে।

মনমোহন সিং-লালকৃষ্ণ আডবাণী, বা সোনিয়া গান্ধী- সুষমা স্বরাজদের আকছারই কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। কিন্তু এ রাজ্যেটা এতটাই রাজনীতিপ্রবণ যে যুযুধান শিবিরের দুই ব্যক্তিত্বের মুখোমুখি হওয়াটাই খবর হয়ে ওঠে। তাই সোমনাথবাবুর নাতির বিয়েও এখন আগামী কয়েকদিনের টক অফ দ্য টাউন। সকলের কাছেই পৌছে গেছে নিমন্ত্রণপত্রে। সোমনাথ চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে কি সবাই সাড়া দিতে পারবেন! আর যদি সেটা ঘটে যায়,তা দেখে তো মনে হতেই পারে, রোজ কত কী ঘটে যাহা তাহা/এমন কেন সত্যি হয় না আহা...

First Published: Friday, December 20, 2013, 21:07


comments powered by Disqus