মুখ্যমন্ত্রী আজ যেন রোমান সম্রাট নিরো

মুখ্যমন্ত্রী আজ যেন রোমান সম্রাট নিরো

মুখ্যমন্ত্রী আজ যেন রোমান সম্রাট নিরোএ যেন রোমান সম্রাট নিরোর কাহিনী। রোম যখন জ্বলছে তখন বাজনা বাজাচ্ছেন সম্রাট নিরো। মঙ্গলবার রাজ্য দেখল যেন সেই ছবি। গার্ডেনরিচে দুষ্কৃতীদের অবাধ দৌরাত্ম্য, দুষ্কৃতীদের গুলিতে পুলিসকর্মীর মৃত্যু হল। অথচ খেজুড়ির সমাবেশে কার্যত সে প্রসঙ্গে কোনও মন্তব্যই করলেন না রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। উল্টে বসালেন গানের আসর। এবং তারপর ছুটি কাটাতে রওনা দিলেন দিঘার পথে। 

গণতন্ত্র মানে গুন্ডামি নয়, পুলিসকে খুন করা নয়, গণতন্ত্র মানে ভাঙচুর নয়। আজ খেজুরির সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে গার্ডেনরিচে দুষ্কৃতীর গুলিতে এসআইয়ের নিহত হওয়ার ঘটনা নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন তিনি।

First Published: Tuesday, February 12, 2013, 20:48


comments powered by Disqus