কথার খেলাপ! কাজের দিনেই ব্রিগেডে জনসভা মুখ্যমন্ত্রীর

কথার খেলাপ! কাজের দিনেই ব্রিগেডে জনসভা মুখ্যমন্ত্রীর

কথার খেলাপ! কাজের দিনেই ব্রিগেডে জনসভা মুখ্যমন্ত্রীরআগামী ৩০ জানুয়ারি ব্রিগেডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীই ঘোষণা করেছিলেন, কর্মব্যস্ত দিনে করা হবে না কোনও মিটিং মিছিল। কিন্তু ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে কাজের দিন বৃহস্পতিবারে। কেন এই অবস্থান বদল? তৃণমূল শীর্ষ নেতাদের দাবি, রাজনীতির প্রয়োজনে সবই করতে হয়।

ক্ষমতায় আসার পরই সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে কর্মব্যস্ত দিনে সভা না করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ক্ষমতায় আসার আড়াই বছর পর তৃণমূলের ব্রিগেড সমাবেশ হচ্ছে সপ্তাহের কাজের দিন বৃহস্পতিবারেই। তৃণমূলের শীর্ষ নেতাদের দাবি, লোকসভা ভোটকে সামনে রেখে ডাকা ব্রিগেডের এই সভার ভিড় ছাপিয়ে যাবে আগের সব সমাবেশের রেকর্ড।


কিন্তু ছুটির দিনে সভা না করে কেন কাজের দিনে সভা ? রাজনীতির প্রয়োজনে সবই করতে হয়, দাবি তৃণমূল নেতাদের।

তাহলে যাঁরা সেদিন অফিস মুখো হবেন তাঁরা কী করবেন ? মন্ত্রীরা বলছেন, ওতে বিশেষ কোনও অসুবিধা হবে না।

বৃহস্পতিবার বেলা দুটো থেকে শুরু হবে সভা। তার আগে বিভিন্ন জেলা থেকেও আসবেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পুলিসের দাবি, সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন সেবিষয়ে থাকবে কড়া নজরদারি।

First Published: Tuesday, January 28, 2014, 18:20


comments powered by Disqus