Last Updated: April 12, 2014 00:57
বিরোধীরা অকারণে তাঁকে আক্রমণ করছেন। তবে সৌজন্যের খাতিরে সেসব অগ্রাহ্য করছেন তিনি। কিন্তু অসম্মান করা হলে তা মেনে নেবেন না। আজ ইসলামপুরের নির্বাচনী সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, চাইলে অনেক সিপিআইএম নেতাকে তিনি জেলে পাঠাতে পারতেন।
উত্তর দিনাজপুরের চোপড়ার সভায় নাম না করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য এদেশে ভোট হয়না। ভোট হয় সাংসদ নির্বাচনের জন্য। সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে। এরপরেই সরাসরি বিজেপির সমালোচনা করে তাঁর মন্তব্য, বাংলাকে কোনওভাবেই ভাগ করতে দেওয়া হবে না। আজ তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়ার সমর্থনে সভায় এই মন্তব্যকরেন তিনি।
ইসলামপুরের নির্বাচনী সভা থেকে ফের একবার সিপিআইএম কংগ্রেস, বিজেপিকে একটিও ভোট না দেওয়ার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
First Published: Saturday, April 12, 2014, 00:57