Last Updated: October 24, 2013 16:16

আলিঙ্গনবদ্ধ অবস্থায় প্রেমিকের বন্দুকের গুলিতে দুর্ঘটনাবশত মারা গেল প্রেমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ফিনিক্সে মঙ্গলবার দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে।
পুলিস সূত্রে জানায়, ১৮বছরের প্রেমিকের পকেটে একটি গুলি ভরা বন্দুক ছিল। প্রেমিকাকে আলিঙ্গন করার সময় বন্দুকটির অবস্থান সমস্যা তৈরি করছিল বলে প্রেমিক বন্দুকটি পকেট থেকে বার করে তার স্থান পরিবর্তন করতে যায়। এই সময়ই অসাবধনতাবশত বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। বন্দুকটি থেকে গুলি বেড়িয়ে তৎক্ষণাত বিদ্ধ করে প্রেমিকাকে।
আমান্ডা মোসলে নামের বছর ২৪-এর ওই তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিস জানিয়েছে যদিও আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে তবুও এই বিষয়ে পূর্ণ তদন্ত হবে।
First Published: Thursday, October 24, 2013, 16:16