ঘরের মাঠে চির প্রতিদ্বন্দী ম্যানচেস্টার সিটির কাছে ৬-১ গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

ঘরের মাঠে চির প্রতিদ্বন্দী ম্যানচেস্টার সিটির কাছে ৬-১ গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

ঘরের মাঠে চির প্রতিদ্বন্দী  ম্যানচেস্টার সিটির কাছে ৬-১ গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেডইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাঞ্চেস্টার ডার্বিতে লজ্জার হার হল ম্যান ইউয়ের। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান সিটির কাছে ছয়-এক গোলে হারতে হল রুনিদের। অ্যালেক্স ফার্গুসন জমানায় ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এটাই সবচেয়ে জঘন্যতম হার। প্রথমার্ধে ব্যালেতোলির গোলে এগিয়ে ছিল ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে ইভান্স লালকার্ড দেখে বেড়িয়ে যাওয়ার পর ম্যানচিনির দলের আক্রমনাত্মক ফুটবলের সামনে কার্যত দিশেহারা হয়ে যায় ম্যান ইউ ডিফেন্স। ম্যান সিটির হয়ে দুটি করে গোল করেন ব্যালেতোলি আর জেকো।বাকি গোলগুলি করেন অ্যাগুয়েরা আর ডেভিড সিলভা। ডার্বিতে জয়ের ফলে লিগে শীর্ষস্থান ধরে রাখল ম্যাঞ্চেস্টার সিটি।

First Published: Sunday, October 23, 2011, 20:41


comments powered by Disqus